অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতাঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মীনা দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি প্রমূখ উপস্থিত ছিলেন।